News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১১, ৬ আগস্ট ২০১৫
আপডেট: ১৮:১৯, ১৫ ফেব্রুয়ারি ২০২০

অ্যাশেজ টেস্টে ৬০ রানে অলআউট অস্ট্রেলিয়া

অ্যাশেজ টেস্টে ৬০ রানে অলআউট অস্ট্রেলিয়া

ঢাকা: অ্যাশেজ টেস্টের চতুর্থ ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৬০ রানেই অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়া। সবকটি উিইকেট নিতে ইংল্যান্ডকে খেলতে হয় মাত্র ১৮.৩ ওভার। একাই ৮ উইকেট নেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। আর এ ম্যাচের মধ্য দিয়েই তিনি ইংল্যান্ডের পঞ্চম বোলার হিসেবে ৩০০ উইকেটের এলিট ক্লাবে যোগ দিলেন।

পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ও তৃতীয় ম্যাচ জিতেছে ইংল্যান্ড।

বৃহস্পতিবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। টপ-অর্ডারের চার ব্যাটসম্যানই কোনো রান করতে পারেননি।

৮ উইকেট শিকার করতে স্টুয়ার্ট ব্রড ৯.৩ ওভার বল করে ‍মাত্র ১৫ রান খরচ করেছেন।

এর আগে ১৯০২ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন ৩৬ রানের রেকর্ড ছিল।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়