News Bangladesh

ধর্ম ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৩৫, ২৩ আগস্ট ২০২৫

নামাজের সময় মোবাইল বেজে উঠলে কী করবেন?

নামাজের সময় মোবাইল বেজে উঠলে কী করবেন?

ফাইল ছবি

আজকের যুগে প্রযুক্তি আমাদের জীবনের অপরিহার্য অংশ, তবে নামাজের সময় মোবাইল ফোনের হঠাৎ রিংটোন শুধু মনোযোগকে বিঘ্নিত করে না, আশেপাশের মুসল্লিদেরও বিরক্ত করে। ইসলামে নামাজে খুশু (একাগ্রতা) বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নামাজ শুরু করার আগে মোবাইল ফোন সাইলেন্ট বা সম্পূর্ণ বন্ধ রাখা সবচেয়ে উত্তম।

তবে হঠাৎ নামাজরত অবস্থায় ফোন বেজে উঠলে কিছু নির্দেশনা রয়েছে:

মোবাইল এক হাত দিয়ে দ্রুত বন্ধ করা জায়েজ।

মোবাইল পকেটের মধ্যে থাকুক বা বাইরে, এক হাত দিয়ে বোতাম চাপলে রিং বন্ধ করা বৈধ।

তবে দুই হাত ব্যবহার করে বা ফোন বের করে দেখেশুনে বন্ধ করলে নামাজ ভেঙে যাবে।

এক হাত দিয়ে বন্ধ করতে গিয়ে যদি তিন তাসবিহের সমপরিমাণ সময় লাগে, তাতেও নামাজ নষ্ট হবে।

আরও পড়ুন: আজ শুভ জন্মাষ্টমী

রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে ওজু করে, একাগ্রতার সঙ্গে রুকু ও সিজদা করে নামাজ আদায় করে, তার নামাজ আগের সব গুনাহের কাফফারা হয়ে যায়।

অতএব, নামাজে মনোযোগ বজায় রাখার জন্য মুসল্লিদের উচিত:

নামাজের আগে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা।

হঠাৎ রিংটোন বেজে উঠলে এক হাত দিয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনা।

অপ্রয়োজনীয় নড়াচড়া থেকে বিরত থাকা; দুই হাত ব্যবহার বা অযথা বিলম্ব করলে নামাজ ভেঙে যাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়