পিআর দাবিতে দেশে অস্থিরতা ছড়ানোর পাঁয়তারা: ফখরুল
ছবি: সংগৃহীত
পিআর পদ্ধতির মাধ্যমে আসন্ন নির্বাচনের সম্ভাব্য বিলম্বকে কেন্দ্র করে কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন না হয়। আমাদের একটাই কথা, ভোট নিয়ে কোনো আপস নেই।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাটে আয়োজিত সুধী সমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জনগণ নির্বাচন চায়, ভোট দিতে চায়। তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। মানুষ এবার আপস করবে না। তাই আসুন, পিআর বাদ দিয়ে সঠিকভাবে নির্বাচন করি। যারা জিতবে, তারা সরকার গঠন করবে এবং বাকিরা সহযোগিতা করবে।
মির্জা ফখরুল হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষক যদি তাদের ন্যায্য অধিকার না পায়, তাহলে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করা হবে। কোনো আমলাতন্ত্রগিরি চলবে না।
তিনি বিএনপির ক্ষমতায় আসার পরিকল্পনা তুলে ধরতে গিয়ে বলেন, দলের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা পুরোপুরি বাস্তবায়ন করা হবে। প্রতিটি মায়ের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, বেকারত্ব দূর করা হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হবে। প্রতিটি সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা পাবে।
আরও পড়ুন: পিআর আমি নিজেই বুঝি না: মির্জা ফখরুল
মির্জা ফখরুল বলেন, হাসিনা গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। আওয়ামী লীগের আমলে তিনটি নির্বাচন হয়েছে। তারা ভোট ছাড়াই ক্ষমতায় এসেছে। আমরা ১৫ বছর ধরে একটাই লড়াই করেছি—ভোটাধিকার রক্ষা। ২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা সবাই মেনে নিয়েছি। গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, বিগত ১৫ বছর আপনাদের কাছে আসতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা। জনগণের সেবা করার সুযোগ দেয়নি তারা। এখন সুযোগ এসেছে। আমরা চাই আপনাদের সেবা করতে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, সাবেক সহসভাপতি ওবায়ব্দুল্লাহ মাসুদ এবং বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম আজাদসহ অন্যান্য নেতাকর্মীরা।
বিএনপি মহাসচিব নির্বাচনী ইস্যুতে একত্রিতভাবে আন্দোলনের ওপর জোর দিয়ে বলেন, প্রতিহিংসা বা প্রতিশোধ নয়; ভালোবাসা দিয়ে বিএনপি মানুষের মন জয় করতে চায়। ভোটের বিষয়ে কোনো আপস হবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জনগণ। তবে একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।
তিনি উল্লেখ করেন, ক্ষমতায় থাকাকালীন বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় জর্জরিত করা হয়েছে। তবুও আমাদের লক্ষ্য ছিল একটাই—ফ্যাসিস্টের পতন নিশ্চিত করা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করা।
নিউজবাংলাদেশ.কম/পলি








