News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৭, ১৫ অক্টোবর ২০২৫

মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে বিএনপি

মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে এক লাখ টাকা দেবে বিএনপি

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিকের নিহতের ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান। 

তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রত্যেক নিহতের পরিবারকে এই সহায়তা দেবেন। রিজভী এই মর্মান্তিক দুর্ঘটনাকে ‘অব্যবস্থাপনার করুণ পরিণতি’ হিসেবে আখ্যায়িত করেন এবং দায়ীদের শাস্তির জন্য সুষ্ঠু তদন্তের দাবি জানান।

রিজভী বলেন, ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি প্রতিরোধে বিএনপি ক্ষমতায় এলে আবাসিক এলাকায় শিল্পায়ন বন্ধ এবং নগর পরিকল্পনায় সমন্বয় আনার জন্য কাজ করবে। 

তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মিরপুর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় চারতলা ‘আর এন ফ্যাশন’ পোশাক কারখানা এবং পাশের শাহ আলমের রাসায়নিক গুদামে ভয়াবহ আগুন লাগে।

আরও পড়ুন: মিরপুর অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বিকেল চারটার দিকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যার দিকে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছায়।

অন্যদিকে, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, কারখানার পাশে থাকা রাসায়নিক গুদামে বিস্ফোরণের পর সেখান থেকে বিষাক্ত সাদা ধোঁয়া বা টক্সিক গ্যাস ছড়িয়ে পড়ে, যা ছিল অত্যন্ত প্রাণঘাতী।

রুহুল কবির রিজভী সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, এই দুর্ঘটনা কেবল অব্যবস্থাপনার ফল। বিএনপি ক্ষমতায় এলে আমরা নগর পরিকল্পনায় সমন্বয় আনা এবং আবাসিক এলাকায় শিল্পায়ন বন্ধ করার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি প্রতিরোধ করব।

রিজভীর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আমিনুল হক এবং মহানগর উত্তর বিএনপির অন্যান্য নেতারা।

উল্লেখ্য, আগুন লাগার পর জামায়াতও নিহত শ্রমিকদের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়