জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: তাহের

ছবি: সংগৃহীত
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা নেই উল্লেখ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।
তাহের বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা দেখি না। তবে নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সেই ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাই। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।”
আরও পড়ুন: বিএনপি এককভাবে সরকার গঠনের অবস্থানে: তারেক রহমান
তিনি আরও বলেন, “প্রয়োজনীয় সংস্কার না করে নির্বাচন হলে সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংস্কারের মধ্য দিয়েই নির্বাচন হতে হবে।”
নিউজবাংলাদেশ.কম/এসবি