News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:২৮, ৭ অক্টোবর ২০২৫
আপডেট: ২০:০৮, ৭ অক্টোবর ২০২৫

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই: সারজিস

কিছু উপদেষ্টার মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই: সারজিস

ছবি: সংগৃহীত

দেশের কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে দায়সারা আচরণ করছেন বলে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

তিনি বলেন, উপদেষ্টারা নির্বাচনের মাধ্যমে শুধু নিজেদের জন্য সহজ পথে বের হওয়ার চেষ্টা করছেন। কিন্তু এত শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে এমন করার কোনো সুযোগ নেই। যারা এমন চিন্তা করছেন, তাদের জন্য মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই এবং বিশ্বের যেকোনো প্রান্তে বাংলাদেশের মানুষ তাদের ধরবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা সমন্বয় সভার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম এসব মন্তব্য করেন। 

তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশন বর্তমানে জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উদ্যোগী হলেও, দলের অস্তিত্ব “টয়লেটের পাশে একটি ছোট ঘর” ছাড়া কিছু নয়। 

তিনি বলেন, যেকোনো রাজনৈতিক দলকে নিবন্ধন দিতে হলে আগের মানদণ্ড অনুসরণ করা যাবে না। সবকিছু যাচাই-বাছাই করেই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। যদি এটি আওয়ামী লীগের পুনর্বাসনের প্রচেষ্টা হয়, জনগণ ও এনসিপি তা কখনোই মেনে নেবে না।

আরও পড়ুন: শাপলা প্রতীকেই জাতীয় নির্বাচনে অংশ নেবে এনসিপি: সারজিস আলম

সারজিস আলম আরও বলেন, বাংলাদেশের ভালো মানুষরা একত্র হয়ে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করতে চাইলে করতে পারে। তবে আওয়ামী লীগের যেকোনো ভার্সন অভ্যুত্থান-পরবর্তী সময়ে কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। এনসিপি তা কখনোই মেনে নেবে না।

তিনি উল্লেখ করেন, এনসিপি আগামী জাতীয় নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশগ্রহণ করবে। শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই। তবে নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও, অভ্যুত্থানপরবর্তী সময়ে স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে। আশা করি, কমিশন স্বাধীনতার প্রতি আস্থা রেখে কাজ করবে, তিনি বলেন।

নির্বাচনে এককভাবে অংশগ্রহণ বা জোট বিষয়ে সারজিস আলম বলেন, কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হবে কি না, সে বিষয়ে আলোচনা চলছে। যখন অনেকগুলো দল একই পথে হাঁটবে এবং দেশ ও জনগণের স্বার্থে কাজ করার বিষয়গুলো মিলবে, তখন যৌথভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গে তিনি বলেন, তিনি বলেছেন, যে ভাইকে দেশে রেখে এসেছিলেন, তাকে আর দেখা যাবে না। তার ঘর, যেখানে সারাজীবনের স্মৃতি, তা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। সুস্থ মাকে অসুস্থ করে ফেলা হয়েছে এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। এই সব ঘটনার সঙ্গে আমাদের সহমর্মিতা থাকবে। আমরা চাই, ভবিষ্যতের বাংলাদেশে আর এমন ঘটনা হোক না। স্থানীয় পর্যায়ে ঘটনা প্রকাশ ও দোষীদের বিচার নিশ্চিত করতে হবে। দোষীদের আশ্রয় দেওয়া হবে না। বিএনপির কেন্দ্রীয় কমান্ড থেকে স্থানীয় পর্যায়ে কঠোর ব্যবস্থা থাকা প্রয়োজন।

সমন্বয় সভায় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং নওগাঁ জেলার বিভিন্ন জেলা ও উপজেলা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/পলি/এনডি 

সর্বশেষ

পাঠকপ্রিয়