News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ১ জুন ২০১৯
আপডেট: ০৫:৩০, ১ মার্চ ২০২০

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ২ ইয়াবা পাচারকারী নিহত

টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে ২ ইয়াবা পাচারকারী নিহত

কক্সবাজারের টেকনাফের হ্নীলা দমদমিয়া এলাকায় কথিত বন্দুকযুদ্ধে দুই ইয়াবা পাচারকারী নিহত হয়েছেন। এ সময় পাঁচ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়সল হাসান খান জানান, শুক্রবার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদে অভিযান চালানো হয়। অভিযানের এক পর্যায়ে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দমদমিয়া ওমর খাল এলাকা থেকে ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। এ সময় বন্দুকযুদ্ধে ২ ইয়াবা পাচারকারী নিহত হন।

শনিবার সকাল ১০টায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়