পিস্তল, গুলি ও মাইক্রোবাসসহ ছয় ডাকাত গ্রেফতার
নরসিংদী: ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-২। মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকার আদুরী টেক্সটাইলের সামনে থেকে ডাকাতদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে র্যাব।
শিবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার বিসিক শিল্পনগরী এলাকার আদুরী টেক্সটাইলের সামনে থেকে ডাকাতির প্রস্তুতিকালে র্যাব-২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাকিমের নেতৃত্বে বিশেষ এক অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়।
সূত্র আরো জানায়, বুধবার র্যাব তাদেরকে শিবপুর মডেল থানায় সোপর্দ করে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে শিবপুর মডেল থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করে।
গ্রেফতারকৃতরা হলেন, রায়পুরা উপজেলার কাশিমনগর গ্রামের সিরাজ মিয়ার ছেলে মো. মাসুদ (৩৮), শিবপুর উপজেলার ইটনা গ্রামের আবু তাহেরের ছেলে মকবুল হোসেন (৩৬), চাঁদপুরের কচুয়া উপজেলার দৌঘর গ্রামের মকবুল হোসেনের ছেলে সোহেল (২৩), ফেনী সদর উপজেলার শিবপুর গ্রামের আমির আহম্মেদের ছেলে মো. আলী হোসেন (৩০), গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে তানভীর (২২) ও ঢাকার দোহার উপজেলার শাইনপুকুর এলাকার আওলাদ হোসেনের ছেলে মো. রাসেল খান (৩১)।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম