News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪০, ৬ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:২৮, ১৯ জানুয়ারি ২০২০

‘সুচিত্রা সেনের আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়’

‘সুচিত্রা সেনের আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়’

পাবনা: কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয় বলে মন্তব্য করেছে পাবনার সংস্কৃতিক কর্মীরা। তারা দাবি জানান, পাবনার কোনো একটি স্থান বা প্রতিষ্ঠান সুচিত্রার নামে হোক।

মহানায়িকা সুচিত্রা সেনের ৮৪তম জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ সোমবার দুপুর ১টায় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুচিত্রা সেনের আদর্শ নতুন প্রজন্মের কাছে অনুকরণীয়। এসময় সরকারি অ্যাডওয়ার্ড কলেজে নাট্যকলা বিভাগ চালুর দাবি ও সুচিত্রার পৈত্রিক বাড়িতে স্মৃতি সংগ্রহশালা নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়।

পরিষদের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, পরিষদের সাধারণ সম্পাদক ডা. রামদুলাল ভৌমিক, লেখক-গবেষক ড. এম আবদুল আলীম, সুচিত্রার স্মৃতি বিজরিত স্কুল পাবনা টাউন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক রবিউল করিম প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়