News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৩৭, ১২ নভেম্বর ২০১৯
আপডেট: ০২:৫৯, ১৪ ফেব্রুয়ারি ২০২০

জাতীয় আয়কর মেলা শুরু বৃহস্পতিবার

জাতীয় আয়কর মেলা শুরু বৃহস্পতিবার

সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর এ স্লোগানে বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে সপ্তাহব্যাপী জাতীয় আয়কর মেলা। চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এবার মেলা শেষে আয়কর রিটার্নধারীর সংখ্যা দাঁড়াবে ৩০ লাখে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবা‌গিচায় জাতীয় রাজস্ব বো‌র্ডে (এন‌বিআর) এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। এসময় এন‌বিআরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

এবারে রাজধানীসহ সব বিভাগীয় শহরে সাত দিন, জেলা শহরগুলোতে চার দিন, ৪৮ উপজেলায় দুই দিন এবং আট উপজেলায় দিনব্যাপী আয়কর মেলা আয়োজন করবে এনবিআর। সব মি‌লি‌য়ে দেশের ১২০ স্থানে এ মেলা অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের মতো করদাতাদের জন্য এবারের আয়কর মেলায় কর বিবরণী থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক ও বুথ থাকবে। একই ছাদের নিচে মিলবে সব সেবা। করদাতাকে শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। এছাড়া ই-পেমেন্টের জন্য পৃথক বুথ থাকবে।

অন্যান্য বা‌র যেসব সু‌যোগ সু‌বিধার ছিল, তার পাশাপা‌শি মেলায় মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদেরসহ সেনাবা‌হিনীর সদস্য‌দের জন্য আলাদা বুথ থাক‌বে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়