News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫০, ১৭ অক্টোবর ২০২৫

‘জুলাই সনদ দিয়ে বর্বরতা থেকে সভ্যতার পথে বাংলাদেশ’

‘জুলাই সনদ দিয়ে বর্বরতা থেকে সভ্যতার পথে বাংলাদেশ’

ছবি: সংগৃহীত

দীর্ঘ আট মাসের সংলাপ ও মতৈক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে চূড়ান্ত হওয়া ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এ স্বাক্ষর সম্পন্ন হওয়ায় বাংলাদেশে এক নতুন সূচনা হয়েছে। 

স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, যিনি এই সনদকে নতুন বাংলাদেশের জন্ম হিসেবে উল্লেখ করেন।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি বলেন, আজ আমাদের জন্য নবজন্ম। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। 

প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সনদটি সফল করার জন্য রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ।

ড. ইউনূস এই স্বাক্ষরকে গণঅভ্যুত্থানের দ্বিতীয় অংশ হিসেবে আখ্যায়িত করে অভ্যুত্থান সফলের পেছনের আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। 

তিনি স্মরণ করেন, যারা প্রাণ দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের স্মরণ করছি। যারা আহত হয়েছেন বা কষ্টে আছেন, তাদেরও প্রতি শ্রদ্ধা। তাদের আত্মত্যাগের কারণে আজকের দিনটি সম্ভব হয়েছে এবং সারা জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে।

আরও পড়ুন: জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু, উপস্থিত প্রধান উপদেষ্টা

তরুণ প্রজন্মের প্রতি বিশেষ আশাবাদ প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, তরুণরাই নতুন বাংলাদেশ গড়বে, দেশকে নেতৃত্ব দেবে। ১৮ কোটি মানুষের মধ্যে অর্ধেকের বেশি মানুষ ২৭ বছরের নিচে, এবং এই তরুণরা আমাদের সবচেয়ে বড় সম্পদ। সারা দুনিয়া আমাদের দিকে তাকিয়ে আছে। এটাই আমাদের সুবর্ণ সুযোগ। 

তিনি জোর দিয়ে বলেন, তরুণদের শুধু বাংলাদেশকে নয়, পৃথিবীকে পরিবর্তনের সুযোগ এসেছে।

ড. ইউনূস উল্লেখ করেন, জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশ বর্বরতা থেকে সভ্যতায় এসেছে এবং এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে। 

তিনি আশা প্রকাশ করেন, এই ঐকমত্য সুন্দরভাবে পরিচালিত হবে এবং সামনের দিনে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলো নিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের সুযোগে জাতি পুরনো ও অপ্রয়োজনীয় আলোচনাকে বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে এনেছে। এই পরিবর্তনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের পরিবর্তন এবং সরকার পরিচালনার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়। এ পরিবর্তনের ভেতরে অনেক নতুন বিষয় এসেছে।

ড. ইউনূস স্বাক্ষর অনুষ্ঠানকে সমাপ্ত করতে বলেন, আজকের দিন মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এটা শুধু জাতির জন্য নয়, সারা পৃথিবীর জন্য বড় উদাহরণ হবে। বহু দেশ এই বিষয়টি পাঠ্যপুস্তকে আলোচনা করবে। দেশের রাজনীতিবিদরা যে উদাহরণ সৃষ্টি করেছেন, তা বাংলাদেশের জন্য এবং বিশ্বব্যাপী উদাহরণ হয়ে থাকবে।

স্বাক্ষর অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রধান উপদেষ্টা নিজেও সনদে স্বাক্ষর করেন। 

ড. ইউনূস মন্তব্য করেন, দেশ গঠন করার দায়িত্ব আগামী সরকার নেবে। এরই প্রস্তুতি হিসেবে আমরা এই জুলাই সনদকে দেখছি। এটি বাংলাদেশকে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়