News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৯, ১৭ অক্টোবর ২০২৫
আপডেট: ১৪:৩৯, ১৭ অক্টোবর ২০২৫

পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র

পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্র

ছবি: সংগৃহীত

‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ রণক্ষেত্রে পরিণত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের সময় আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেডের জন্য ব্যবহৃত রোড ব্লকার একত্র করে আগুন ধরিয়ে দেন। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এছাড়া, সেচ ভবনের সামনে তৈরি অস্থায়ী তাঁবুতেও আগুন দেন আন্দোলনকারীরা। আগুনে আসবাবপত্র ও সিরামিক থালা-বাসন ভাঙচুর হয়।

দুপুর ২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের মানিক মিয়া এভিনিউ থেকে সরিয়ে দেয়। বর্তমানে পুলিশ আসাদগেটে অবস্থান করছে, আর অন্যপ্রান্তে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন। থেমে থেমে সাউন্ড গ্রেনেড ছুড়ছে পুলিশ।

মানিক মিয়া এভিনিউ ও মিরপুর সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ, এমনকি পথচারীর চলাচলও স্থবির। পরিস্থিতি এখনও থমথমে।

এদিন বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানের কথা রয়েছে। তবে সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছে সংসদ ভবন এলাকায়।

আরও পড়ুন: সনদ অনুষ্ঠানের মঞ্চের সামনে জুলাই শহীদ পরিবার-আহতদের অবস্থান

আহত জুলাই যোদ্ধারা রাষ্ট্রীয় স্বীকৃতি ও তিন দফা দাবিতে অবস্থান নেন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ স্বীকৃতির আশ্বাস দিয়ে সরে যেতে বললেও তারা অবস্থান অব্যাহত রাখেন। পরে পুলিশ তাদের সরাতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়