সনদ অনুষ্ঠানের মঞ্চের সামনে জুলাই শহীদ পরিবার-আহতদের অবস্থান

ছবি: সংগৃহীত
দাবি আদায়ে অনড় জুলাই শহীদ পরিবার ও আহতরা শুক্রবার বিকেল চারটায় ‘জুলাই সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল থেকেই অনুষ্ঠান মঞ্চের সামনে অতিথিদের জন্য সাজানো চেয়ারে তারা বসে আছেন। মঞ্চ ও চেয়ারের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
গত বৃহস্পতিবার রাতেই জুলাই শহীদ পরিবার ও আহতদের ঐক্যবদ্ধ প্যানেল কয়েকটি দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ শুরু করে। ভোরে তারা সংসদ ভবনে প্রবেশ করে দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। পুলিশের বাধা সত্ত্বেও তারা অতিথিদের চেয়ারে বসে দাবিদাওয়া চালাচ্ছেন।
তাদের মূল দাবির মধ্যে রয়েছে: শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি আইন প্রণয়ন।
আরও পড়ুন: আজ স্বাক্ষর হবে ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ’
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, বিক্ষোভকারীদের সরে যেতে বলা হলেও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবেন না। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা অনুষ্ঠান স্থলে এসে তাদের সঙ্গে আলোচনা করবেন এবং আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
নিউজবাংলাদেশ.কম/এসবি