অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ল্যাবএইড হাসপাতালের একটি সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, গত ৩ অক্টোবর (শুক্রবার) তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরে তার হৃদযন্ত্রে স্টেন্ট (রিং) পরানো হয়।
গত শনিবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অক্সিজেন লেভেল কমে যাওয়ার পাশাপাশি ফুসফুসে পানি জমে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। রবিবার সন্ধ্যায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। প্রায় ৪৮ ঘণ্টা পর সামান্য উন্নতি দেখা দিলেও পরে আবার অবনতি ঘটে। শেষ পর্যন্ত আজ বিকেলে চিকিৎসকেরা লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে ৩ অক্টোবর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যাওয়ার পথে গাড়িতে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চালক ও পথচারীর সহায়তায় কাছের একটি হাসপাতালে নেওয়া হয় এবং পরে ল্যাবএইডে স্থানান্তর করা হয়।
আরও পড়ুন: শান্তিতে নোবেলজয়ী মারিয়া করিনাকে অভিনন্দন প্রধান উপদেষ্টার
সাহিত্য, শিক্ষা ও চিন্তার জগতে সৈয়দ মনজুরুল ইসলাম ছিলেন এক অনন্য নাম। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও শিক্ষাঙ্গনে নেমে এসেছে গভীর শোক।
নিউজবাংলাদেশ.কম/এসবি








