‘ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা বাতিল, অভিযুক্তদের দায়মুক্তি’
ফাইল ছবি
২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) আওতায় দায়ের হওয়া সব মামলা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এর ফলে ওই আইনের অধীনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সকল ব্যক্তি দায়মুক্তি পাচ্ছেন এবং চলমান তদন্ত কার্যক্রমও স্থগিত করা হবে।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে অধ্যাপক ড. আসিফ নজরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি লিখেছেন, গতকাল উপদেষ্টা পরিষদের সভায় ২০১৮ সালের ডিজিটাল সিকিউরিটি আইনের অধীনে দায়ের হওয়া সব মামলা (স্পিচ অফেন্স) বাতিল করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে ওই আইনে সাজাপ্রাপ্ত ও মামলায় অভিযুক্ত সবাই মামলার দায় থেকে মুক্তি পাচ্ছেন।
এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয় বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আরও পড়ুন: ইসরায়েলি বাহিনীর হাত থেকে মুক্তি পেলেন শহিদুল আলম
বৈঠকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর ৫০ ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে মোট ১১টি অধ্যাদেশ এবং তিনটি প্রস্তাব অনুমোদিত হয়।
সংশোধিত ৫০ ধারায় নতুন উপ-ধারা (৪ক) যুক্ত করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, রহিত হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১ ধারার অধীনে দায়ের হওয়া মামলা, তদন্ত বা কার্যক্রম বাতিল বলে গণ্য হবে। একইসঙ্গে এসব ধারার অধীনে আদালত বা ট্রাইব্যুনালে প্রদত্ত সব দণ্ড ও জরিমানাও বাতিল হিসেবে গণ্য হবে।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইনটি শুরু থেকেই ব্যাপক সমালোচনার মুখে পড়ে এর নিবর্তনমূলক ধারার কারণে। ২০২৩ সালে আইনটির কিছু ধারা সংশোধন করে এর নাম পরিবর্তন করে ‘সাইবার নিরাপত্তা আইন’ রাখা হয়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার এসে আরও সংশোধন এনে এটিকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ হিসেবে রূপান্তর করে।
এই সর্বশেষ সংশোধনের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে থাকা ‘স্পিচ অফেন্স’ সংক্রান্ত সব মামলা বাতিল করে অভিযুক্তদের দায়মুক্তি দেওয়া হলো, যা দেশের আইনি ও মানবাধিকার পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








