News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০২, ১৪ অক্টোবর ২০২৫

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ফাইল ছবি

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, “ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। বাজারে দাম সমন্বয়ের বিষয়ে সিদ্ধান্ত আসলে ব্যবসায়ীরা নিজেরা নিয়েছেন।”

এর আগে সোমবার (১৩ অক্টোবর) বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৬ টাকা, পাম ওয়েলের দাম ১৩ টাকা এবং খোলা সয়াবিনের দাম ৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয় ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকের মাধ্যমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব অনুমোদন করেনি বলে জানিয়েছেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

আরও পড়ুন: পুনরায় দাম বেড়ে বোতলজাত সয়াবিন ১৯৫, খোলা পাম ১৬৩

এর আগে গত আগস্টেও ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। ব্যবসায়ীরা তখন প্রতি লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও সরকার অনুমোদন দিয়েছিল মাত্র ১ টাকা।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়