News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ১৪ অক্টোবর ২০২৫

বুধবার থেকে অনলাইনে জামিননামা পাঠানো শুরু হবে: আইন উপদেষ্টা

বুধবার থেকে অনলাইনে জামিননামা পাঠানো শুরু হবে: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। ফাইল ছবি

আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, কাল (বুধবার) থেকে জামিন পাওয়ার পর সংশ্লিষ্ট কারাগারে অনলাইনে জামিননামা পাঠানো হবে, যা সাধারণ মানুষকে হয়রানি কমাতে সাহায্য করবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

ড. নজরুল বলেন, বর্তমানে আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়, এর মধ্যে কিছু ধাপে খরচও লাগে। নতুন ব্যবস্থায় এক ক্লিকেই জামিননামা কারাগারে পাঠানো যাবে।

আরও পড়ুন: আগামী নির্বাচন হবে গত ১৬ বছরের মধ্যে প্রথম সুষ্ঠু ভোট: প্রধান উপদেষ্টা

তিনি আরও জানান, আইন মন্ত্রণালয় ইতিমধ্যেই অনেক সংস্কার করেছে এবং এসব পরিবর্তন সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে করা হয়েছে। এছাড়া, বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন ও সংশ্লিষ্ট আইন যেমন গুম, দুদক, হিউম্যান রাইটস সংক্রান্ত আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়