ঢাকার সাবেক চিফ ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
রেজাউল করিম চৌধুরী। ফাইল ছবি
ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে গাড়িকাণ্ড ও দুর্নীতিতে নাম আসায় সাময়িকভাবে বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারি করে আইন ও বিচার বিভাগ শাখা এই সিদ্ধান্ত কার্যকর করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রেজাউল করিমের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী অসদাচরণের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যৌক্তিক মনে করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালা-২০১৭ এর বিধি ১১ অনুযায়ী রেজাউল করিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন: `হাসিনার মামলা সরাসরি সম্প্রচারকালে ফেসবুক পেজে সাইবার হামলা`
উল্লেখ্য, ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট থাকাকালীন রেজাউল করিমের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়টি নিয়ে বেসরকারি একটি টিভি চ্যানেলে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, যা এই সিদ্ধান্তের পেছনের প্রেক্ষাপট হিসেবে ধরা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








