ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের খবর ‘ভিত্তিহীন’: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রোম সফরকালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করবেন- কিছু সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হলেও তা সঠিক নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রবিবার (১২ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানান তিনি।
পোস্টে প্রেস সচিব জানান, “কিছু সংবাদপত্র ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানিয়েছে যে, প্রধান উপদেষ্টা রোম সফরে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। কিন্তু এ বিষয়ে বাসস বা কোনো সংবাদপত্র আমার সঙ্গে যোগাযোগ করেনি।”
তিনি আরও লেখেন, “বুধবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এবং পরে দুটি টেলিভিশন চ্যানেলে আমি জানিয়েছিলাম যে, প্রধান উপদেষ্টা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ‘বিশ্ব খাদ্য ফোরাম’-এ অংশ নিতে রোম যাচ্ছেন। সেখানে তিনি কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন বলেছিলাম। তবে কোথাও বলিনি যে, তিনি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।”
আরও পড়ুন: তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
শফিকুল আলম বলেন, “বাস্তবে এমন কোনো বৈঠকের সময়সূচিও নির্ধারিত ছিল না। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলো তাদের প্রতিবেদন সংশোধন করবে বলে আশা করি।”
নিউজবাংলাদেশ.কম/এসবি








