News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:৩৪, ৮ অক্টোবর ২০২৫

১০ অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত রোডম্যাপ

১০ অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে চূড়ান্ত রোডম্যাপ

ফাইল ছবি

জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ আগামী শুক্রবার, ১০ অক্টোবরের মধ্যে সরকারকে হস্তান্তর করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের পঞ্চম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের গণভোটের বিষয়ে সব পক্ষই একমত হয়েছে। এখন আমাদের লক্ষ্য হলো গণভোটের পথে অগ্রসর হওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো চূড়ান্ত করা, যাতে সবাই ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নিতে পারে।

তিনি জানান, কমিশনের আলোচনায় গত কয়েক দিনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়ার অনেক অংশেই আমরা সাধারণ এক চূড়ান্ত ধাপে পৌঁছেছি। আজকের আলোচনার মাধ্যমে বাকি অংশগুলোও সমাধান করতে পারব বলে আশা করছি। গোটা দেশ এই প্রক্রিয়ার দিকে নজর রাখছে।

অধ্যাপক রীয়াজ বলেন, কমিশন বৈঠকে যদি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট কোনো প্রস্তাব পাওয়া যায়, সেটিই সরকারকে উপস্থাপন করা হবে এবং বাস্তবায়নের জন্য তা অনুসরণ করা হবে।

তিনি আরও বলেন, গণভোটের ক্ষেত্রে আমরা সবাই একমত হতে পেরেছি। তবে কিছু রাজনৈতিক দলের ‘নোট অব ডিসেন্ট’ বিবেচনায় নিতে হবে। তাদের আপত্তি অনুযায়ী কার্যক্রম নির্ধারণ করতে হবে, যাতে জনগণ যথাযথভাবে সম্মতি দিতে পারে।

রীয়াজ জানান, গণভোটে নোট অব ডিসেন্ট থাকা বিষয়ে আলাদাভাবে জনগণের মতামত নেওয়া যায় কি না, সেটিও কমিশন ভাবছে।

আরও পড়ুন: অন্তর্বর্তী সরকার কোনো মিডিয়া বন্ধ করবে না: তথ্য উপদেষ্টা

তিনি বলেন, আজকের আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব না হলেও প্রয়োজনে আরও এক বা দু-দিন সময় ব্যয় করা যেতে পারে। আমাদের লক্ষ্য, আগামী ১০ অক্টোবরের মধ্যে সরকারকে সুনির্দিষ্ট সুপারিশ প্রদান করা। এরপর ১৫-১৬ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা।

বুধবারের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় কনসেনসাস পার্টি (এনসিপি)-র সদস্যসচিব আখতার হোসেনসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।

আলোচনার সূচনায় অধ্যাপক আলী রীয়াজ রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, এই আলোচনায় জুলাই সনদ বাস্তবায়নের পথরেখা নির্ধারিত হবে। গণভোট বাস্তবায়নের জন্য দলগুলোকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে। পাশাপাশি যেসব বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়া হয়েছে, সেগুলোকেও বিবেচনায় রাখতে হবে।

তিনি আরও বলেন, গণভোটের ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য অন্যান্য বিষয়গুলোও গুরুত্বসহ বিবেচনা করতে হবে। কমিশন দ্রুত একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা সরকারের কাছে হস্তান্তর করতে চায়।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, আজই নিষ্পত্তিতে আসতে পারলে আজই আলোচনার শেষ দিন হতে পারে। তবে প্রয়োজনে আরও দু-এক দিন সময় নেওয়া যেতে পারে। আমরা মেয়াদের মধ্যেই পুরো কাজ সম্পন্ন করতে চাই।

জাতীয় ঐকমত্য কমিশন তাদের সময়সীমা উল্লেখ করে জানায়, ১০ অক্টোবরের মধ্যে জুলাই সনদের সুনির্দিষ্ট বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে হস্তান্তর করতে চায় কমিশন। আর ১৫-১৬ অক্টোবরের মধ্যে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে এই ঐতিহাসিক সনদ বাস্তবায়নের আনুষ্ঠানিক সূচনা হবে বলে আশা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়