News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:২৭, ৭ অক্টোবর ২০২৫

ইউনেস্কো সম্মেলনের সভাপতি নির্বাচিত বাংলাদেশ

ইউনেস্কো সম্মেলনের সভাপতি নির্বাচিত বাংলাদেশ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)-এর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে। 

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত ভোটাভুটিতে বাংলাদেশ ৩০-২৭ ভোটে জাপানকে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হয়।

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি লেখেন, ব্রেকিং নিউজ! বাংলাদেশ ৩০-২৭ ভোটের ব্যবধানে জাপানকে হারিয়ে ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে। দক্ষিণ কোরিয়া ও ভারতও এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।

নির্বাচনের প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়া ও ভারতও প্রার্থী ছিল। তবে শেষ ধাপে দুই দেশই প্রার্থিতা প্রত্যাহার করায় চূড়ান্ত লড়াইটি হয় বাংলাদেশ ও জাপানের মধ্যে।

এই জয় বাংলাদেশের জন্য একটি বড় ধরনের কূটনৈতিক সাফল্য এবং সাংস্কৃতিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে এটি বাংলাদেশের সাংস্কৃতিক কূটনীতির নতুন উচ্চতা নির্দেশ করে বলে অভিমত বিশ্লেষকদের।

আরও পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাতে জাতিসংঘের গোয়েন লুইস

ইউনেস্কোর সাধারণ সম্মেলন বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক নীতিনির্ধারণের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক মঞ্চ। প্রতি দুই বছর পরপর এই সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলো আন্তর্জাতিক সাংস্কৃতিক ও শিক্ষানীতি, ঐতিহ্য সংরক্ষণ, বিজ্ঞান সহযোগিতা ও টেকসই উন্নয়ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে।

এবারের ৪৩তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হবে উজবেকিস্তানের ঐতিহাসিক শহর সামারকান্দে। সিল্ক রোড কনফারেন্স সেন্টারে আগামী ৩০ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এ অধিবেশন।

বাংলাদেশের সভাপতি নির্বাচিত হওয়ায় সামারকান্দ সম্মেলনে দেশটির প্রতিনিধিদল নেতৃত্ব দেবে এবং বৈশ্বিক শিক্ষা ও সাংস্কৃতিক নীতিনির্ধারণে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো ইউনেস্কোর সাধারণ সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। আট বছর পর পুনরায় এ দায়িত্ব অর্জন বাংলাদেশের জন্য একটি ব্যতিক্রমী আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনীতিক মহলে এই নির্বাচনী ফলাফলকে বাংলাদেশের সাংস্কৃতিক নেতৃত্ব ও নীতিনির্ধারণে ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়