News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:১০, ৭ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাতে জাতিসংঘের গোয়েন লুইস

প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী সাক্ষাতে জাতিসংঘের গোয়েন লুইস

ছবি: সংগৃহীত

বাংলাদেশে দায়িত্বকাল শেষে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। 

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’-তে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বার্তায় সাক্ষাৎের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

সেখানে জানানো হয়, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনের সময় গোয়েন লুইস উন্নয়ন সহযোগিতা, মানবিক সহায়তা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশে জাতিসংঘের সহযোগিতা ও অংশীদারিত্বের জন্য গোয়েন লুইসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি আশা প্রকাশ করেন, তার পরবর্তী দায়িত্বকালেও বৈশ্বিক মানব উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের কার্যক্রম আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

আরও পড়ুন: নগর উন্নয়নে টেকসই ও পরিবেশবান্ধব সমাধানে বদ্ধপরিকর সরকার: প্রধান উপদেষ্টা

অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ সবসময় জাতিসংঘের উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, মানবকল্যাণে পারস্পরিক সহযোগিতা ও দায়বদ্ধতার ভিত্তিতে আরও ন্যায়ভিত্তিক বিশ্ব গঠনে একসঙ্গে কাজ করা সম্ভব।

অন্যদিকে গোয়েন লুইস দায়িত্ব পালনকালে বাংলাদেশ সরকারের বিভিন্ন দফতর, উন্নয়ন সংস্থা ও সিভিল সোসাইটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন। 

তিনি বলেন, বাংলাদেশে মানবিক সহায়তা, নারী উন্নয়ন ও টেকসই অগ্রগতির ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত।

সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ইউনূস তার প্রতি শুভকামনা জানিয়ে জাতিসংঘ ও বাংলাদেশের সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়