News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৪, ৩ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

জুলাই সনদ বাস্তবায়নে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নে কোনো আইনগত বাধা নেই।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধের সঙ্গে জড়িত নন, তারা দেশের জন্য ও রাষ্ট্রের জন্য চাকরি করবেন। তবে সরকার অপরাধ বিবেচনায় সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে।”

বর্তমান প্রশাসন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না— এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, “নির্বাচন কমিশন এ বিষয়ে সজাগ রয়েছে। তারা নির্বাচন সামনে রেখে নিরপেক্ষ প্রশাসন গড়ে তুলবেন বলে আমি বিশ্বাস করি।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ যখনই কোনো ফ্যাসিস্ট দ্বারা নিরাপত্তাহীন বোধ করে, তখনই রাষ্ট্রের কাঠামো বদলে দেয়। তারা প্রতিবাদ করে, দেশের জন্য জীবন বিলিয়ে দেয়।”

আরও পড়ুন: ফ্লোটিলা সদস্যদের আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

অনুষ্ঠান শেষে বিকেলে ঝিনাইদহের পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষাবিদদের নিয়ে ‘উন্নয়ন ভাবনা: প্রেক্ষিত ঝিনাইদহ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সাংবাদিক ও পেশাজীবীরা অংশ নেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়