বর্ষায় জুতার যত্ন নেবেন যেভাবে

প্রতীকী ছবি
বর্ষা মানেই কাদা-পানি, ছাতা আর ভেজা রাস্তাঘাট। এই সময় সবচেয়ে বেশি ভোগান্তি হয় জুতা নিয়ে—ভিজে গেলে যেমন অস্বস্তিকর লাগে, তেমনি প্রিয় জুতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। শুধু ফ্যাশনই নয়, পায়ের স্বাস্থ্য ও সংক্রমণের দিক থেকেও বর্ষায় জুতার যত্ন নেওয়া জরুরি।
এই মৌসুমে খোলা স্যান্ডেল বা জলরোধী ম্যাটেরিয়ালের জুতা সবচেয়ে উপযোগী। রাবার, পিভিসি কিংবা সিনথেটিক ম্যাটেরিয়ালে তৈরি স্যান্ডেল পানিতে ভিজলেও সহজে নষ্ট হয় না এবং দ্রুত শুকিয়ে যায়। ওয়াটারপ্রুফ স্নিকার্স বা সাধারণ ক্যানভাস জুতা নয়- বরং জলপ্রতিরোধক সোলসহ স্যান্ডেল বা ফ্লিপ-ফ্লপ বর্ষাকালের জন্য সবচেয়ে আরামদায়ক ও টেকসই বিকল্প। চামড়ার জুতা এ সময় একেবারেই এড়িয়ে চলুন– কারণ পানি শোষণ করে তা খুব দ্রুত ক্ষতিগ্রস্ত হয়।
জুতার গন্ধ এড়াতে করণীয়
বর্ষাকালে পা ঘেমে গেলে এবং জুতা ভেজা থাকলে খুব সহজেই বাজে গন্ধ হয়। এ জন্য নিয়মিত জুতা পরিষ্কার করুন এবং ব্যবহার না করলে রোদে বা ছায়ায় শুকিয়ে নিন। মাঝেমধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল স্প্রে বা বেকিং সোডা ছিটিয়ে রাখতে পারেন জুতার ভেতরে। ঘরে তৈরি ডিওডোরাইজার হিসেবে তুলায় কয়েক ফোঁটা লেবু বা টি-ট্রি অয়েল দিয়ে রাখলেও গন্ধ কমে।
জুতা শুকানোর সঠিক উপায়
ভেজা জুতা রোদে রাখা অনেকের অভ্যাস, কিন্তু এতে ওপরের কভারিং ফেটে যেতে পারে। বরং প্রথমে শুকনো কাপড় বা পেপার দিয়ে জুতার ভেতরের পানি শুষে নিন। এরপর বাতাস চলাচল করে এমন ছায়াযুক্ত জায়গায় রেখে দিন। চাইলে জুতার ভেতরে পুরোনো খবরের কাগজ গুঁজে দিতে পারেন; এতে আর্দ্রতা কমবে দ্রুত এবং জুতার আকৃতিও ঠিক থাকবে।
জুতা পরিষ্কারের উপায়
বর্ষার কাদা এবং ধুলা পরিষ্কারে ব্রাশ ব্যবহার করুন। সাধারণ ক্যানভাস বা রাবারের জুতা হালকা সাবান দিয়ে ধুয়ে ফেলা যায়। তবে চামড়ার জুতা যদি ভিজে যায়, তাহলে শুকিয়ে নিয়ে লেদার কন্ডিশনার ব্যবহার করুন।
আরও পড়ুন: পায়ে ঝি ঝি ধরলে কী করবেন?
অতিরিক্ত টিপস
বর্ষায় ব্যবহারের পর প্রতিদিন জুতা পরিষ্কার ও শুকিয়ে রাখুন। অন্তত দুই জোড়া জুতা রাখুন ঘুরিয়ে ব্যবহার করার জন্য। খুব বেশি ভেজা জায়গায় হাঁটা হলে পানিরোধক শু-কভার বা পলিথিন শু গার্ড ব্যবহার করার চেষ্টা করুন। জুতা রাখার জায়গাটি যেন হাওয়া চলাচল করে এমন হয়।
স্টাইল আর স্বাস্থ্য দুটোই জরুরি
জুতার ভেতর ভিজে থাকলে পায়ে ফাঙ্গাল ইনফেকশন, দুর্গন্ধ এমনকি চর্মরোগও হতে পারে। তাই শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বর্ষায় পায়ের স্বাস্থ্য রক্ষার জন্যও সঠিক জুতা এবং তার যত্নের গুরুত্ব অনেক। ট্রেন্ডি রেইন বুট বা কিউট রাবার স্যান্ডেল আপনার ফ্যাশনে যোগ করতে পারে আলাদা মাত্রা, যদি সেটির যত্নটাও সঠিকভাবে নেওয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি