News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৩, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৫১, ১৭ জানুয়ারি ২০২০

যুবলীগ নেতাসহ ৪ মাদকসেবীর কারাদণ্ড

যুবলীগ নেতাসহ ৪ মাদকসেবীর কারাদণ্ড

পাবনা: পাবনার চাটমোহর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদকসহ চার মাদকসেবীকে দুমাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে তাদের এ সাজা দেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন-চাটমোহর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক ও পৌর সদরের চৌধুরীপাড়া মহল্লার ইন্তাজ আলীর ছেলে মাহামুদুল হাসান মাসুদ (৩৮), একই মহল্লার মৃত সিদ্দিক প্রামাণিকের ছেলে আকতার হোসেন (৪০), ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর গ্রামের মজিবর মোল্লার ছেলে মনোয়ার হোসেন (৩২) ও উল্লাপাড়া উপজেলার লাহিরী মোহনপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে সাইফুল ইসলাম (৪০)।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, “গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।”
 
মঙ্গলবার দুপুরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম স্বাক্ষ্য প্রমাণ শেষে প্রত্যেককে উল্লিখিত সাজা দেন।

দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলহাজতে পাঠানো হয় বলেও জানান ওসি।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়