রিজভীর ৩ দিনের রিমান্ড
ঢাকা: গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা রাজধানীর শেরেবাংলানগর থানার দায়ের করা একটি মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে সকালে রিজভীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের আবেদন করে শেরেবাংলা নগর থানা পুলিশ। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি রাতে বারিধারার একটি বাসা থেকে রিজভীকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ (র্যাব)। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর নাশকতার অভিযোগে দায়ের হওয়া বিভিন্ন মামলায় কয়েক দফা তাকে রিমান্ডে নেয়া হয়।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ
নিউজবাংলাদেশ.কম








