News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৪৪, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ২১:০২, ১০ ফেব্রুয়ারি ২০২০

ব্লগার হত্যা: জিকরুল্লা-আরিফ ৮ দিনের রিমান্ডে

ব্লগার হত্যা: জিকরুল্লা-আরিফ ৮ দিনের রিমান্ডে

ঢাকা: ব্লগার ওয়াশিকুর রহমান বাবু হত্যার মামলায় গ্রেফতার হওয়া জিকরুল ও আরিফুলকে ৮ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। আদালত শুনানি শেষে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার রাতে নিহত ব্লগারের ভগ্নিপতি মনির হোসেন বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় চারজনকে আসামি করা হয়। আসামিরা হলেন- জিকরুল্লাহ, আরিফুল, আবু তাহের ও মাসুম।

আসামিদের মধ্যে জিকরুল্লাহ ও আরিফুলকে হত্যাকাণ্ডের পরপরই আটক করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ধর্মীয় মতাদর্শ নিয়ে লেখালেখির কারণে মাসুমের নির্দেশে তাকে হত্যা করা হয়েছে। পরে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, সোমবার সকালে তেজগাঁওয়ের বেগুনবাড়িতে বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি তেজগাঁও কলেজ থেকে লেখাপড়া শেষ করে মতিঝিলে একটি ট্র্যাভেল এজেন্সিতে আইটি প্রশিক্ষক হিসেবে কাজ করতেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ/এটিএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়