News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৪, ৩০ মার্চ ২০১৫
আপডেট: ১৯:৫১, ১৭ জানুয়ারি ২০২০

তিন আবাসিক হোটেলকে জরিমানা

তিন আবাসিক হোটেলকে জরিমানা

যশোর: যশোর শহরে অভিযান চালিয়ে তিনটি আবাসিক হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, “হোটেল পরিচালনার বৈধ কাগজপত্র না থাকায় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা বিজ্ঞাপন অনুযায়ী সুযোগ-সুবিধা না দেওয়ায় হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষের কাছ থেকে দেড়লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।”
 
একই অপরাধে হোটেল হাসান ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষকে ৩০ হাজার ও ম্যাগপাই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়