News Bangladesh

আইন-আদালত ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৬, ৮ অক্টোবর ২০২৫

গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো ফরমাল চার্জ দাখিল

গুমের ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো ফরমাল চার্জ দাখিল

ফাইল ছবি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর বিরুদ্ধে প্রথমবারের মতো দুটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। অভিযোগগুলো আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে। এর একটিতে শেখ হাসিনাসহ ১৭ জন এবং অপরটিতে শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ গুমের অভিযোগে ২টি এবং জুলাই আন্দোলনে গুলি করার অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে ১টি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। মোট ফরমাল চার্জের সংখ্যা তিনটি।

প্রদত্ত ফরমাল চার্জগুলো হলো: ১. গুমের (টিএফআই) ঘটনা: আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৭ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ। ২. গুমের (জেআইসি) ঘটনা: আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীসহ ১৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ। ৩. জুলাই আন্দোলনে রামপুরায় বিজিবির গুলির ঘটনা: ৪ জনের বিরুদ্ধে ৬টি অভিযোগ।

আরও পড়ুন: ট্রাইব্যুনালে অভিযুক্তদের নির্বাচনী ও সরকারি পদে অযোগ্য ঘোষণা

এর আগে ৬ অক্টোবর চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন, কিছু ঘটনার তদন্ত রিপোর্ট এ সপ্তাহের মধ্যে দাখিল করা হবে। তিনি বলেন, “গুমের মামলা অনেক এবং সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এটি জটিল মামলা হওয়ায় খুঁটিনাটি বিষয় যাচাই করা হচ্ছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়