নেত্রকোনায় ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২
নেত্রকোনা: নেত্রকোনায় দ্বিতীয় শ্রেণির এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের পর কাঁচি দিয়ে গলা কেটে হত্যার দায়ে দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক জেলা ও দায়রা জজ ড. এ কে এম আবুল কাশেম জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. আলী হোসেন ও মামুদ হোসেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) গোলাম মোহাম্মদ খান পাঠান বিমল জানান, “২০১২ সালের ১৩ জুন বারহাট্টা উপজেলার জাহাঙ্গীর আলমের মেয়ে অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শাবনুর ওরফে ছুটনী (১০) বাড়ির সামনের মাঠ থেকে গরু আনতে যায়। এ সময় একই গ্রামের সিরাজ মিয়ার ছেলে আলী হোসেন ও ওই গ্রামে কাজ করতে আসা শ্রমিক পাশ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হরিপুর গ্রামের মৃত আসন আলীর ছেলে মামুদ হোসেন তাকে ধর্ষণ করে। ছুটনী বিষয়টি বাড়িতে বলে দেওয়ার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে ধারালো কাঁচি দিয়ে গলা কেটে তাকে হত্যা করে পাট ক্ষেতে লাশ ফেলে রাখে।”
উল্লেখ্য, এর আগে আসামীরা ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








