News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৩, ৩১ মার্চ ২০১৫
আপডেট: ১৯:২৮, ৭ ফেব্রুয়ারি ২০২০

কামারুজ্জামান ও মুজাহিদের শুনানি পেছানোর আবেদন

কামারুজ্জামান ও মুজাহিদের শুনানি পেছানোর আবেদন

ঢাকা: মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন শুনানির জন্য সময়ের আবেদন করা হয়েছে।

কামারুজ্জামানের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের শারিরীক অসুস্থতার কারণে এ আবেদন করেন।

একই কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের শুনানির জন্যও সময় আবেদন করা হয়েছে।

মঙ্গলবার পৃথক পৃথক সময় আবেদন দুটি করেছে আসামি পক্ষ। কামরুজ্জামানের শুনানির জন্য ৪ সপ্তাহ ও আল মুজাহিদের শুনানির জন্য ৬ সপ্তাহ সময় চাওয়া হয়েছে।

বুধবার কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানির দিন ধার্য আছে।

আবেদন দুটি বুধবার আপিল বিভাগে শুনানি শেষে পুনরায় শুনানির জন্য দিন ধার্য করতে পারেন আদালত।

নিউজবাংলাদেশকে এসব তথ্য জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মনির।

নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়