News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৪৫, ২০ জানুয়ারি ২০১৯
আপডেট: ১১:২২, ৩১ জানুয়ারি ২০২০

ভূমধ্যসাগরে জাহাজ ডুবে ১৭০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

ভূমধ্যসাগরে জাহাজ ডুবে ১৭০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা

ভূমধ্যসাগরে দুটি জাহাজ ডুবির ঘটনায় প্রায় ১৭০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই তথ্য জানিয়েছে। বিবিসি।

ইতালিয়ান নৌবাহিনী লিবিয়া উপকূলে ১১৭ জন লোকসহ একটি জাহাজ ডুবে যাওয়ার খবকর দিয়েছে, যখন মরক্কো ও স্প্যানিশ কর্তৃপক্ষ পশ্চিম ভূমধ্যসাগরে একটি হারিয়ে যাওয়া জাহাজের সন্ধান করছিল।

জাতিসংঘের শরণার্থী সংস্থা স্বাধীনভাবে মৃত্যুর সংখ্যা যাচাই করতে পারছে না। 

২০১৮ সালে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দুই হাজার দুইশরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থাটির হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, “ইউরোপ যাওয়ার পথে গত বছর সর্বোচ্চসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। আমরা সব দেখেশুনে চোখ বুজে থাকতে পারি না। সাগরে এমন মৃত্যুর মিছিল থামাতে হলে আমাদের কোনো চেষ্টা বাদ রাখা উচিত না।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়