ব্যাংককের মার্কেটে এলোপাতাড়ি গুলিতে নিহত ৬
ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি বাজারে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নিরাপত্তারক্ষী ও একজন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
সোমবার (২৮ জুলাই) ব্যাংককের জনপ্রিয় ‘অর তো কো’ বাজারে এ ঘটনা ঘটে। এটি পর্যটকপ্রিয় চাতুচাক মার্কেটের কাছাকাছি অবস্থিত।
ব্যাং সু জেলার উপপুলিশ প্রধান ওরাপাত সুকথাই জানান, হামলাকারী গুলির পর নিজেই আত্মহত্যা করেন। তার পরিচয় শনাক্তে কাজ চলছে। হামলার উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে এবং এটি গণহত্যা কি না তাও বিবেচনায় রয়েছে।
ব্যাংককের মেট্রোপলিটন পুলিশ ব্যুরোর উপকমিশনার চারিন গোপাত্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে চারজন বাজারের নিরাপত্তারক্ষী এবং একজন নারী।
আরও পড়ুন:ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি দিল ইসরায়েল
স্থানীয় হাসপাতাল তত্ত্বাবধানকারী সংস্থা ইরাওয়ান ইমার্জেন্সি মেডিকেল সেন্টার জানায়, হামলাকারী নিজেই আত্মহত্যা করেছেন।
থাইল্যান্ডে গণহত্যা বা বন্দুক হামলার ঘটনা বিরল নয়। দেশটিতে আগ্নেয়াস্ত্র সহজলভ্য হওয়ায় সম্প্রতি বন্দুক সহিংসতা বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা।
নিউজবাংলাদেশ.কম/এসবি








