News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৫২, ১৪ অক্টোবর ২০২৫

২০২৬ সালেই আসছে নিজস্ব এআই চিপ আনছে ওপেনএআই

২০২৬ সালেই আসছে নিজস্ব এআই চিপ আনছে ওপেনএআই

ছবি: সংগৃহীত

চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের প্রথম নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ তৈরির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে তারা যুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকমের সঙ্গে চুক্তি করেছে। এর ফলে এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় কম্পিউটিং শক্তি জোগাতে সংস্থাটি আরও এক ধাপ এগিয়ে গেল।

চুক্তি অনুযায়ী, ওপেনএআই নিজে চিপ ডিজাইন করবে, আর ব্রডকম তা তৈরি ও সরবরাহ করবে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে (জুলাই–ডিসেম্বরের মধ্যে) এই চিপের উৎপাদন শুরু হবে। প্রথম ধাপে মোট ১০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন চিপ তৈরি করার পরিকল্পনা রয়েছে।

ওপেনএআই প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেন, “ব্রডকমের সঙ্গে অংশীদারিত্ব এআই-এর পূর্ণ সম্ভাবনা উন্মোচনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। তবে বিশ্লেষকদের ধারণা, এক গিগাওয়াট ক্ষমতার একটি ডেটা সেন্টার নির্মাণে ৫০–৬০ বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে। সে হিসাবে এটি একটি বিপুল বিনিয়োগের প্রকল্প।

ইমার্কেটার বিশ্লেষক গ্যাজো সেভিলা মন্তব্য করেন, ওপেনএআই এই প্রকল্প বাস্তবায়নে বিনিয়োগকারী, অগ্রিম অর্ডার, মাইক্রোসফটসহ অংশীদারদের সহায়তা ও ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা কাজে লাগাতে পারে।

এর আগে ওপেনএআই এএমডি-এর সঙ্গে ৬ গিগাওয়াট সক্ষমতার চিপ সরবরাহ চুক্তি করেছে। অন্যদিকে এনভিডিয়া ঘোষণা দিয়েছে, তারা ওপেনএআই-এ সর্বোচ্চ ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এবং অন্তত ১০ গিগাওয়াট ক্ষমতার ডেটা সেন্টার সিস্টেম সরবরাহ করবে।

ওপেনএআই ও ব্রডকম জানিয়েছে, তাদের নতুন চিপ সিস্টেম ২০২৯ সালের মধ্যে পুরোপুরি চালু হবে। এটি ব্রডকমের নিজস্ব ইথারনেট ও নেটওয়ার্কিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি হবে, যা এনভিডিয়ার ইনফিনিব্যান্ড প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতা করবে।

আরও পড়ুন: কোনও শাখা ছাড়াই চালু হবে ডিজিটাল ব্যাংক

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ এনভিডিয়ার একচেটিয়া বাজার নিয়ন্ত্রণে সরাসরি আঘাত না করলেও, এটি এআই প্রযুক্তি খাতে নতুন প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করবে। এ খবর প্রকাশের পর ব্রডকমের শেয়ারমূল্য প্রায় ১০ শতাংশ বেড়ে গেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়