News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২১:১০, ১৩ অক্টোবর ২০২৫

সবকিছুর অ্যাপে পরিণত হচ্ছে চ্যাটজিপিটি

সবকিছুর অ্যাপে পরিণত হচ্ছে চ্যাটজিপিটি

ছবি: সংগৃহীত

ওপেনএআই তার চ্যাটজিপিটিকে একটি সবকিছুর অ্যাপে রূপান্তর করছে। এটি এখন অপারেটিং সিস্টেমের মতো কাজ করবে। ব্যবহারকারীরা চ্যাটজিপিটিতে থাকতেই তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন। এর ফলে কাজগুলো সহজ হয়ে যাবে।

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, নতুন ফিচার অ্যাপস ইন চ্যাটজিপিটি চালু হয়েছে। এতে ব্যবহারকারীরা চ্যাটজিপিটি খুলে স্পটিফাইকে প্লেলিস্ট তৈরি করতে বলতে পারবেন। এক্সপিডিয়াকে ফ্লাইট খোঁজার জন্য নির্দেশ দিতে পারবেন। এই ইন্টিগ্রেশন চ্যাটজিপিটিকে আরও ব্যবহারযোগ্য করে তুলছে। ইনস্টলার নিউজলেটারে ডেভিড পিয়ার্স লিখেছেন, এটি একটি স্মার্ট কৌশল। এতে ওপেনএআই নিজস্ব ইকোসিস্টেম নিয়ন্ত্রণ করতে পারবে।

আরও পড়ুন: নতুন এআই প্ল্যাটফর্ম ‘জেমিনি এন্টারপ্রাইজ’ চালু  করল গুগল

এই পরিবর্তন চ্যাটজিপিটির ব্যবহার বাড়াবে। ভবিষ্যতে আরও অ্যাপ যুক্ত হতে পারে। এটি ব্যবহারকারীদের জীবনকে আরও সুবিধাজনক করে তুলবে বলে মন্তব্য করে সংবাদমাধ্যমটি।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়