News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৭, ১৩ অক্টোবর ২০২৫
আপডেট: ১২:০৯, ১৩ অক্টোবর ২০২৫

নতুন এআই প্ল্যাটফর্ম ‘জেমিনি এন্টারপ্রাইজ’ চালু  করল গুগল

নতুন এআই প্ল্যাটফর্ম ‘জেমিনি এন্টারপ্রাইজ’ চালু  করল গুগল

ছবি: সংগৃহীত

গুগল সম্প্রতি জেমিনি এন্টারপ্রাইজ নামের নতুন এআই প্ল্যাটফর্ম চালু করেছে। এই প্ল্যাটফর্মটি গুগলের উন্নত জেমিনি ২.৫ ফ্ল্যাশ ইমেজ (নানো বানানা), ইমাজেন ও ভিও জেনারেটিভ এআই মডেল ব্যবহার করে দ্রুত গবেষণা, তথ্য বিশ্লেষণ ও কাজ সম্পন্ন করতে সক্ষম।

প্ল্যাটফর্মটিতে রয়েছে বিশেষায়িত এআই এজেন্ট, যা বিভিন্ন বিষয়ে গবেষণা, বিশ্লেষণ এবং কাজ এক জায়গায় সম্পন্ন করার সুবিধা দেবে। এছাড়া নো কোড ওয়ার্ক বেঞ্চ ব্যবহারকারীদের কোনো প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই নিজস্ব কাজের প্রবাহ তৈরি করতে সাহায্য করবে। এর ফলে বিপণন, বিক্রয়, প্রকৌশল, মানবসম্পদ ও অর্থ বিভাগের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা সম্ভব হবে।

গুগল জানিয়েছে, জেমিনি এন্টারপ্রাইজ সহজেই গুগল ওয়ার্কস্পেস, মাইক্রোসফট ৩৬৫, শেয়ারপয়েন্ট, সেলসফোর্স ও এসএপি-র মতো ব্যবসায়িক সফটওয়্যারের সঙ্গে যুক্ত করা যাবে। প্ল্যাটফর্মের স্ট্যান্ডার্ড ও প্লাস সংস্করণ ব্যবহারের জন্য প্রতি মাসে প্রায় ২১ থেকে ৩০ ডলার খরচ হবে।

বিশ্লেষকরা মনে করছেন, বড় প্রতিষ্ঠানগুলো এখনো জেনারেটিভ এআই ব্যবহার প্রাথমিক পর্যায়ে আছে। কেপিএমজির জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের একশোর বেশি বড় প্রতিষ্ঠানের বেশির ভাগই পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। 

আরও পড়ুন: দুইদিন পরই বন্ধ হচ্ছে উইন্ডোজ ১০ এর সিকিউরিটি আপডেট

এমআইটির এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, ৩০০টির বেশি প্রতিষ্ঠান জেনারেটিভ এআইয়ে বিপুল বিনিয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পায়নি। এই বাজার নিজেদের দখলে নিতে গুগলই এখন জেমিনি এন্টারপ্রাইজ উন্মুক্ত করেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রে

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়