News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:০২, ১২ অক্টোবর ২০২৫

দুইদিন পরই বন্ধ হচ্ছে উইন্ডোজ ১০ এর সিকিউরিটি আপডেট

দুইদিন পরই বন্ধ হচ্ছে উইন্ডোজ ১০ এর সিকিউরিটি আপডেট

ছবি: ইন্টারনেট

মাইক্রোসফটের উইন্ডোজ ১০ এর নিয়মিত সিকিউরিটি আপডেট মঙ্গলবার থেকে বন্ধ হয়ে যাবে। এর ফলে লাখ লাখ ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে পড়বেন। তবে মাইক্রোসফট একটি বিশেষ অপশন দিচ্ছে। এটি পেইড এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট (ইএসএসইউ) প্রোগ্রাম। এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও এক বছর সিকিউরিটি প্যাচ পাবেন।

সিনেটের প্রতিবেদন অনুযায়ী, ইএসএসইউ প্রোগ্রামের খরচ ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য প্রথম বছর ৩০ ডলার। এটি প্রতি ডিভাইসের জন্য দিতে হয়। ব্যবসায়িক ব্যবহারকারীদের জন্য খরচ বেশি। মাইক্রোসফট জানিয়েছে, এই প্রোগ্রাম ২০২৮ অক্টোবর পর্যন্ত চলবে। তবে প্রতি বছর খরচ বাড়বে। এরপর ব্যবহারকারীদের উইন্ডোজ ১১-এ আপগ্রেড করতে হবে।

আরও পড়ুন: বাংলাদেশসহ এশিয়ার ১৬ দেশে ওপেনএআইয়ের ‘চ্যাটজিপিটি গো’ চালু

উইন্ডোজ ১০ এখনও বাজারে জনপ্রিয়। সিকিউরিটি আপডেট বন্ধ হলে ভাইরাস এবং হ্যাকিংয়ের ঝুঁকি বাড়বে। মাইক্রোসফট ব্যবহারকারীদের উইন্ডোজ ১১-এ স্থানান্তরের পরামর্শ দিচ্ছে। ইএসএসইউ অপশনটি যারা তাৎক্ষণিক আপগ্রেড করতে পারছেন না তাদের জন্য এটা সাময়িক সমাধান।

নিউজবাংলাদেশ.কম/এমএএইচ/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়