৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্টারের নির্দেশ
ছবি: সংগৃহীত
কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে অতিরিক্ত সিমগুলো আগামী ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে ‘ডি-রেজিস্টার’ (নিবন্ধন বাতিল) অথবা মালিকানা পরিবর্তন করতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
অন্যথায় কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।
সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বোচ্চ ১০টি সিমকার্ড রাখতে পারবেন। অতিরিক্ত সিমকার্ডগুলো ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তনের ব্যবস্থা নিতে হবে।
আরও পড়ুন: নতুন এআই প্ল্যাটফর্ম ‘জেমিনি এন্টারপ্রাইজ’ চালু করল গুগল
বিটিআরসি জানায়, নিজের এনআইডির বিপরীতে কতগুলো সিম নিবন্ধিত আছে তা যাচাই করতে গ্রাহকরা মোবাইল ফোন থেকে *১৬০০১# ডায়াল করে, এরপর জাতীয় পরিচয়পত্রের শেষ চারটি ডিজিট পাঠিয়ে তথ্য জানতে পারবেন।
কমিশন সতর্ক করে বলেছে, নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো গ্রাহক নিজে অতিরিক্ত সিম ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন না করেন, তাহলে কমিশন দৈবচয়নের ভিত্তিতে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল করে দেবে।
উল্লেখ্য, ২০১৭ সালে বিটিআরসি একজন গ্রাহকের নামে সর্বোচ্চ ১৫টি সিম নিবন্ধনের সীমা নির্ধারণ করেছিল। তবে চলতি বছরের ১৯ মে অনুষ্ঠিত বিটিআরসির কমিশন সভায় এই সীমা কমিয়ে ১০টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের এখন থেকে নিজের পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে ডি-রেজিস্টার করতে হবে। বিটিআরসি বলছে, এই উদ্যোগের মাধ্যমে সিম ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
নিউজবাংলাদেশ.কম/পলি








