News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৮, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ১৯:৪৪, ৯ ফেব্রুয়ারি ২০২০

৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১০ম নিটল-নিলয় ঢাকা মোটর শো

৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১০ম নিটল-নিলয় ঢাকা মোটর শো

ঢাকা: বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১০ম নিটল-নিলয় ঢাকা মোটর শো এবং ঢাকা বাইক শো ২০১৫।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেম্স গ্লোবাল-কনফারেন্স এন্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লি. এবং সেম্স বংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

সেম্স গ্লোবালের সভাপতি মেহেরুন এন ইসলাম বলেন, ‘‘বরাবরের মতো এবারও ১০ম নিটল-নিলয় ঢাকা মোটর শো ২০১৫ বাংলাদেশ এবং বিশ্ব অটো মোবাইল ও অটো কম্পোনেন্ট খাতকে আলোকপাত করবে।”

তিনি আরো বলেন, “দেশি-বিদেশি বিভিন্ন নির্মাতা ও সরবরাহকারীদের বিখ্যাত ও প্রথম সারির গাড়ি, মোটর সাইকেল, সিএনজি রূপান্তরসহ বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্রাংশ প্রদর্শন করা  হবে ৪০০টির বেশি স্টলে।”

তিনি আরো বলেন, “বাংলাদেশে দুই চাকার মোটর সাইকেলের বিক্রয় বাড়ানোর লক্ষ্যে ১ম বারের মতো ঢাকা বাইক শো ২০১৫ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ প্রদর্শনীটি একটি নেতৃস্থনীয় প্রদর্শনী হবে।”

নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ সরকারের উদ্দেশে এসময় বলেন, “সরকার গাড়িশিল্পে সেভাবে নজর দেয়নি। এ কারণে এখনো আমরা নিজস্ব গাড়ি পাইনি। তাই সরকারকে আমি আহবান করব এ শিল্পের প্রতি নজর দিতে।”

তিনি আরো বলেন, “আমরা আশা করছি আগামীতে মেইড ইন বাংলাদেশ লেখা বাইক আমরা ছাড়তে পারবো।”

এ প্রদর্শনীতে ১৪টি দেশ অংশগ্রহণ করবে জানিয়ে তিনি বলেন, “এ প্রদর্শনীতে সব ধরনের বাইকের নতুন মডেল থাকবে।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সেম্স গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এস সারোয়ার, জ্যেষ্ঠ ব্যবস্থাপক আবু নয়ন মো. শরিফ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়