দেশে গ্যালাক্সি এস ৬ ও এস ৬ এজ এর প্রি-বুকিং শুরু
অবশেষে বাংলাদেশে গ্যালাক্সি এস ৬ ও এস ৬ এজ নামে নতুন দুটি ফোনের প্রি-বুকিং নেওয়া শুরু করেছে স্যামসাং। দেশের বাজারে গ্যালাক্সি এস ৬ এর দাম ৬৯ হাজার ৯০০ টাকা এবং গ্যালাক্সি এস ৬ এজের দাম হবে ৭৯ হাজার ৯০০ টাকা। প্রি-বুকিং দিতে গ্রাহককে ১০ হাজার টাকা জমা দিতে হবে।
স্যামসাং কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে। স্মার্টফোন দুটি দেশের মোবাইল অপারেটরদের মাধ্যমে বিশেষ অফারে বিক্রি করছে স্যামসাং।
স্মার্টফোন দুটি হোয়াইট পার্ল, ব্ল্যাক স্যাফায়ার এবং গোল্ড প্লাটিনাম রঙে পাওয়া যাবে। প্রি-বুকিং দেওয়া গ্রাহকেরা বিনা মূল্যে পাবেন ফ্রি ওয়্যারলেস চার্জার। এ ছাড়া ইএমআই সুবিধাও পাওয়া যাবে। স্যামসাং ক্যাফে বা স্যামসাং মোবাইল বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
গ্রামীণফোন গ্রাহকেরা এই ফ্ল্যাগশিপ ফোন দুটির একটি প্রি-বুকিং করলে পাচ্ছেন একটি ক্লিয়ার ব্যাক কভার এবং গ্রামীণফোনের বিশেষ অফার। রবি ও বাংলালিংক গ্রাহকেরা প্রি-বুকিং পাচ্ছেন এই দুটি অপারেটরের প্যাকেজ এবং বিশেষ অফার।
সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গ্যালাক্সি এস ৬ ও এস ৬ এজ স্মার্টফোন দুটি উন্মুক্ত করে স্যামসাং।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








