News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৮, ৪ অক্টোবর ২০২৫

এমিরেটসের ফ্লাইটে সব ধরনের পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ

এমিরেটসের ফ্লাইটে সব ধরনের পাওয়ার ব্যাংক ব্যবহার নিষিদ্ধ

ছবি: সংগৃহীত

ভ্রমণের সময় স্মার্টফোন, স্মার্টওয়াচ, ট্যাবলেটসহ বিভিন্ন ডিভাইস চার্জ দেওয়ার জন্য বহনযোগ্য চার্জার বা পাওয়ার ব্যাংক বহু যাত্রীর জন্য অপরিহার্য। তবে নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে উড়োজাহাজে এর ব্যবহার সীমিত করেছে এমিরেটস এয়ারলাইনস।

বুধবার  (১ অক্টোবর) থেকে কার্যকর হওয়া নতুন নিয়ম অনুযায়ী, যাত্রীরা কেবিন লাগেজে সর্বোচ্চ একটি পাওয়ার ব্যাংক বহন করতে পারবেন এবং সেটির ক্ষমতা হতে হবে ১০০ ওয়াট-ঘণ্টার কম। উড়োজাহাজে ভ্রমণের সময় পাওয়ার ব্যাংক দিয়ে অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়া যাবে না এবং বিমানের সিটে থাকা আউটলেট ব্যবহার করে পাওয়ার ব্যাংকও চার্জ করা যাবে না।

এমিরেটস জানায়, সাম্প্রতিক বছরগুলোতে যাত্রীদের মধ্যে পাওয়ার ব্যাংকের ব্যবহার দ্রুত বেড়েছে। নিরাপত্তা মূল্যায়নের পর সম্ভাব্য ঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুমোদিত পাওয়ার ব্যাংকের গায়ে স্পষ্টভাবে এর ক্ষমতা উল্লেখ থাকতে হবে। এগুলো কেবল সিট পকেটে বা সামনের সিটের নিচে রাখা যাবে, ওভারহেড কম্পার্টমেন্টে নয়। প্রতিষ্ঠানটি যাত্রীদের ফ্লাইটে ওঠার আগে প্রয়োজনীয় যন্ত্রগুলো পুরো চার্জ করে নিতে পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞরা জানান, পাওয়ার ব্যাংকে ব্যবহৃত লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলে বা অতিরিক্ত চার্জ পেলে অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি হয়। তাই বেশিরভাগ এয়ারলাইনস এগুলো কেবিন লাগেজে বহনের নির্দেশ দেয়। অনেক এয়ারলাইনস সর্বোচ্চ ১৬০ ওয়াট-ঘণ্টার পাওয়ার ব্যাংক বহনের অনুমতি দিলেও এমিরেটস সেটি কমিয়ে এনেছে।

আরও পড়ুন: ওপেনএআই-এর শেয়ার মূল্য পৌঁছালো ৫০০ বিলিয়ন ডলারে

সম্প্রতি পাওয়ার ব্যাংক ব্যবহারে কঠোর নীতিমালা নিয়েছে আরও কয়েকটি বিমান সংস্থা। এর মধ্যে রয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইনস, ক্যাথে প্যাসিফিক, চায়না এয়ারলাইনস, ইভা এয়ার, সিঙ্গাপুর এয়ারলাইনস, থাই এয়ারওয়েজ এবং দক্ষিণ কোরিয়ার একাধিক এয়ারলাইনস। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়