ওপেনএআই-এর শেয়ার মূল্য পৌঁছালো ৫০০ বিলিয়ন ডলারে

ছবি: সংগৃহীত
চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই নতুন শেয়ার বিক্রির মাধ্যমে তাদের বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ওপেনএআই-এর বর্তমান ও সাবেক কর্মীরা প্রায় ৬.৬ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন। এই শেয়ার কিনেছে সফটব্যাংক, থ্রাইভ ক্যাপিটাল, ড্রাগোনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ, আবুধাবির এমজিএক্স এবং টি. রো প্রাইসসহ বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠান।
এর আগে প্রতিষ্ঠানটির মূল্যায়ন ছিল ৩০০ বিলিয়ন ডলার। নতুন শেয়ার বিক্রির পর এটি প্রায় দ্বিগুণ হয়েছে। ওপেনএআই আগেই ১০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের শেয়ার বিক্রির অনুমোদন পেয়েছিল।
অর্থাৎ, ২০২৫ সালের প্রথম ছয় মাসে ওপেনএআই প্রায় ৪.৩ বিলিয়ন ডলার রাজস্ব অর্জন করেছে, যা গত পুরো বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।
আরও পড়ুন: ইউটিউব মিউজিকে আসছে এআই হোস্ট
এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে প্রতিযোগিতা বাড়তে থাকায় বড় প্রযুক্তি কোম্পানিগুলো দক্ষ কর্মী আকৃষ্ট করতে বিপুল বিনিয়োগ করছে। সম্প্রতি মেটা (ফেসবুকের মূল কোম্পানি) তাদের স্কেল এআই ইউনিটে বড় বিনিয়োগ করেছে। প্রতিষ্ঠানটির তরুণ প্রধান নির্বাহী আলেকজান্ডার ওয়াং নতুন সুপার ইন্টেলিজেন্স ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি