ইউটিউব মিউজিকে আসছে এআই হোস্ট

ছবি: ইন্টারনেট
ব্যবহারকারীদের গান শোনার অভিজ্ঞতা আরও উন্নত করতে নতুন সুবিধা চালু করছে ইউটিউব মিউজিক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘এআই হোস্ট’ চালু হলে গানের বিরতিতে এআই-সঞ্চালকের কাছ থেকে শিল্পীদের গল্প, মজার মন্তব্য এবং নানা তথ্য জানতে পারবেন শ্রোতারা।
ইউটিউবের তথ্যমতে, এআই হোস্ট গান শোনার অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলবে। পরীক্ষামূলকভাবে চালু হওয়ায় এটি আপাতত ইউটিউবের ল্যাবস প্রোগ্রামের আওতায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী সীমিতসংখ্যক ব্যবহারকারী উপভোগ করতে পারবেন। এই সুবিধা ব্যবহার করতে হলে ইউটিউবের ওয়েবসাইটে গিয়ে ল্যাবস প্রোগ্রামে যুক্ত হওয়ার যোগ্যতা যাচাই করতে হবে।
ইউটিউবের মূল প্রতিষ্ঠান গুগল এর আগে নিজেদের এআইনির্ভর গবেষণা টুল ‘নোটবুকএলএম’-এ এআই হোস্টের সক্ষমতা বাড়িয়েছে। এতে ব্যবহারকারীরা আগের তুলনায় সহজে বিভিন্ন বিষয় শিখতে ও বিশ্লেষণ করতে পারছেন। এবার সেই অভিজ্ঞতাই গান শোনার ক্ষেত্রেও দেওয়ার লক্ষ্য নিয়েছে ইউটিউব।
আরও পড়ুন: ইলন মাস্কের নতুন এআই উদ্যোগ ম্যাক্রোহার্ড
এআই হোস্টের কার্যকারিতা পরীক্ষার পাশাপাশি প্রিমিয়াম গ্রাহকদের জন্য নতুন কয়েকটি সুবিধা উন্মুক্ত করেছে ইউটিউব। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘জাম্প অ্যাহেড’ ফিচার, যার মাধ্যমে ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় অংশ দ্রুত দেখা সম্ভব। এখন থেকে টেলিভিশন ও গেম কনসোল ব্যবহারকারীরাও পুরোপুরি এই সুবিধা নিতে পারবেন। সূত্র: দ্য ভার্জ
নিউজবাংলাদেশ.কম/এসবি