ইলন মাস্কের নতুন এআই উদ্যোগ ম্যাক্রোহার্ড
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা xAI-এর সফলতার পর এবার প্রযুক্তি দুনিয়ায় নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। গ্রক ৪ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আত্মপ্রকাশের পর তিনি ঘোষণা করেছেন নতুন সফটওয়্যার কোম্পানি ‘ম্যাক্রোহার্ড’ গড়ার পরিকল্পনা।
ম্যাক্রোহার্ডকে সম্পূর্ণরূপে এআই-চালিত সফটওয়্যার কোম্পানি হিসেবে গড়ে তোলা হবে, যা সরাসরি মাইক্রোসফটের প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রকল্পের সহ-প্রতিষ্ঠাতা ইউহুয়াই উ সামাজিক যোগাযোগমাধ্যম X-এ জানিয়েছেন, নতুন দলটি “কম্পিউটার কন্ট্রোল এজেন্ট” তৈরি করবে।
এই দল গ্রক ৫-এর উন্নয়নের পাশাপাশি ম্যাক্রোহার্ড প্রকল্পও এগিয়ে নেবে। মাস্ক জানিয়েছেন, গ্রক ৫-এর ট্রেনিং শিগগিরই শুরু হবে এবং ২০২৫ সালের শেষ নাগাদ বাজারে আসবে।
ম্যাক্রোহার্ড নামটি মাইক্রোসফটকে ব্যঙ্গ করে রাখা হয়েছে—‘Micro’ বদলে ‘Macro’ এবং ‘Soft’ বদলে ‘Hard’। মাস্কের দাবি, মাইক্রোসফটের মতো সফটওয়্যার জায়ান্টকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুনভাবে সংজ্ঞায়িত করা সম্ভব।
আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্ন্যাপচ্যাটের সাবেক সিএসও ইমরান খান
অন্যদিকে, মাইক্রোসফটও বসে নেই। তারা ওপেনএআই-এর সঙ্গে অংশীদারিত্ব জোরদার করেছে এবং নিজস্ব এআই মডেল তৈরি করছে। অফিস ৩৬৫-এ ‘কোপাইলট’ সুবিধাও সম্প্রসারিত হয়েছে। এভাবেই প্রযুক্তি দুনিয়ায় আসছে এক রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতার যুগ। তথ্য সূত্র: ইন্ডিয়া টুডে
নিউজবাংলাদেশ.কম/এসবি








