ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩০৮ জন আক্রান্ত, মৃত্যু নেই
ফাইল ছবি
সারা দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩০৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৮৭ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৫ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকা মহানগরের মধ্যে উত্তর সিটি করপোরেশনে ৪৭ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনে ৪০ জন রোগী ভর্তি হয়েছেন।
এই ২৪ ঘণ্টায় ৩১০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ৫০ হাজার ৫১৯ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও জনের ৪ মৃত্যু, হাসপাতালে ৭৮১
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৩ হাজার ১৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১৭ জন পুরুষ এবং ১০৭ জন নারী।
পূর্ববর্তী বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয় মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয় এক হাজার ৭০৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট সকলকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে এবং এডিস মশার বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








