ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু, হাসপাতালে ৭০০ ভর্তি

ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭০০ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাসিন্দা এবং একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ২১৭
২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১০৫ জন, চট্টগ্রামে ৬১ জন, ঢাকা বিভাগে ১৪৯ জন, ঢাকা উত্তর সিটিতে ১৫৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১০ জন, খুলনা ৪৫ জন, ময়মনসিংহ ৩৩ জন, রাজশাহী ৩১ জন, রংপুর ৬ জন ও সিলেটে ৫ জন। একই সময়ে ৭৪৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ৮ অক্টোবর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫২,১০৪ জন। আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশ পুরুষ ও ৩৯ শতাংশ নারী।
স্বাস্থ্য অধিদপ্তর সতর্ক করেছে, বাড়িতে পানি জমতে না দেওয়া ও মশার কামড় থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা গ্রহণ অপরিহার্য।
নিউজবাংলাদেশ.কম/পলি