২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ২৬৩, মৃত্যু নেই

ফাইল ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
শুক্রবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত রাজধানী ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ জন রোগী। চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ভর্তি হয়েছেন ৬৪ জন, বরিশাল বিভাগে ৫৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন। এছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে সারা দেশে ৩০৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৫ হাজার ৯৮৮ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ৩৯৬ জন ভর্তি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪৮ হাজার ৪৯১ জন। এর মধ্যে ৬০ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৪ শতাংশ নারী। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০২ জনে, যার মধ্যে ১০৫ জন পুরুষ এবং ৯৭ জন নারী।
২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন মোট ৫৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সক্রিয় ভূমিকা রাখতে এবং ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/পলি