News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৪, ২ অক্টোবর ২০২৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ৩৯৬ জন ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, ৩৯৬ জন ভর্তি

ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৯৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৬ জন এবং রাজশাহী বিভাগে ১৫ জন রয়েছেন।

মৃত্যুর মধ্যে একজন চট্টগ্রামে ও একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ৪০৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ৪৫,৬৮২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।

আরও পড়ুন: ৫০টি প্রতীকের মধ্যে একটি বেছে নিতে এনসিপিকে ইসির চিঠি

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ২০২ জন মারা গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৯৫ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। অন্যান্য বিভাগে মৃত্যুর সংখ্যা হলো: বরিশাল: ৩২ জন, ঢাকা উত্তর: ২৭ জন, চট্টগ্রাম: ২৪ জন, রাজশাহী: ১০ জন, ময়মনসিংহ: ৬ জন, খুলনা: ৫ জন, ঢাকা: ৩ জন।

চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়