News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৫৭, ১ সেপ্টেম্বর ২০২৫

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৫২

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৫২

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে কোনো রোগীর মৃত্যু হয়নি, যা একটি স্বস্তির খবর। তবে এই সময়ে নতুন করে ৫৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি চলতি বছরে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। 

এর আগে, গত রবিবার একদিনে সর্বোচ্চ ৫৬৮ জন আক্রান্ত হয়েছিলেন এবং চারজনের মৃত্যু হয়েছিল।

সোমবার (০১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মোট ৫৫২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৫৩ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৩৯৯ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৫৬৮

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১০৭ জন, বরিশাল বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, খুলনা বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ২১ জন এবং সিলেট বিভাগে ২ জন রোগী রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ৩২ হাজার ২৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৫৯.৭ শতাংশ পুরুষ এবং ৪০.৩ শতাংশ নারী। এই সময়ের মধ্যে মোট ১২২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫৪.৯ শতাংশ পুরুষ এবং ৪৪.১ শতাংশ নারী।

এ বছর এখন পর্যন্ত মোট ৩০ হাজার ৩২০ জন রোগী হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।

২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়