যুবকের কৌশলে হার মানলো সিংহ! (ভিডিও)
 
									
															সিংহ দেখলেই ভয়ে বুক কাপে। গর্জনে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয় সাহসী শিকারীদেরও। আর সামনে গিয়ে চোখে চোখ রেখে সিংহকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছেন এক যুবক।
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লির চিড়িয়াখানায় সিংহের ডেরায় ঢুকে পড়লেন এক যুবক। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
ভিডিওয় দেখা যাচ্ছে, সিংহের ডেরায় অবলীলায় ঢুকে পড়েছেন সেই যুবক। নির্দ্বিধায় বিরাট পশুরাজের সামনে গিয়ে বসেও পড়লেন তিনি। মুখোমুখি দুজন। বরং বলা ভাল, যুবককে সামনে বসতে থেকে সিংহটিকেই একটু অবাক লাগল।
ভারতের কলকাতা২৪x৭ অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, সিংহের সামনেও ওই যুবককে এতটাই নিশ্চিন্ত লাগছিল যে, তাকে মাঝে মধ্যে সিংহের সামনে শুয়ে পড়তেও দেখা গিয়েছে। প্রায় চ্যালেঞ্জ করার কায়দায় তিনি সিংহের চোখে চোখ রেখে বোঝাপড়া করতে চাইছিলেন। এই দৃশ্য চিড়িয়াখানার কর্মীদের চোখে পড়তেই তারা ওই যুবককে উদ্ধার করে বাইরে বের করে আনেন।
চিড়িয়াখানার কর্মীরা সংবাদমাধ্যমের কাছে জানান, ওই ব্যক্তি চিড়িয়াখানার পাঁচিল টপকে ভিতরে ঢুকে পড়েন। কিন্তু ঠিক কী কারণে তিনি ভিতরে ঢোকেন তা এখনও স্পষ্ট নয়। এই পুরো ঘটনার ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
নিউজবাংলাদেশ.কম/ এসপি






































